পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা অনলাইনে জানা যায়। আবেদন আইডি ও পিন নম্বর দিয়ে খুব সহজে বের করা যায় আবেদনের সর্বশেষ অবস্থা।

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য অ্যাপ্লিকেশন করার পর তার কতটুকু অগ্রগতি হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে না বাতিল হয়ে গেছে এসব বিষয় নিয়ে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। আপনি যদি আমাদের দেখানো নিয়মগুলো অনুসরণ করেন তাহলে আবেদনটির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

চলুন দেখা যাক আবেদন করার পর মিটার কবে পাওয়া যাবে তা অনলাইনে জানার উপায়।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান পদ্ধতি

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম।

যারা নতুন মিটারের জন্য আবেদন করেছেন যদি কোন ভুল না করে সঠিকভাবে করে থাকেন তাহলে দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনার এই আবেদনটি প্রক্রিয়াধীন থাকবে। অনেক সময় বেশ কিছু কারণে মিটার পেতে দেরি হয়।

মিটারের জন্য এপ্লিকেশন করার সময় আপনার দেয়া তথ্যগুলো অফিস কর্তৃক যাচাই বাছাইয়ের পর তা গ্রহণ করবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দ্রুত মিটার পেয়ে যাবেন। আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা এই বিষয়ে অনলাইনে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ-১# প্রথমে http://www.rebpbs.com/UI/OfficeAutomation/Monitoring/ConsumerManagement/frmApplicationStatusPublic.aspx এই লিঙ্কটি করে মোবাইল বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার থেকে ওপেন করে নিতে হবে।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

ধাপ-২# যে ওয়েব পেজ আসবে সেখানে একটি ফর্ম পাবেন।

ধাপ-৩# ফর্মে ট্রাকিং নাম্বার ও পিন নাম্বার দিতে হবে। অনলাইনে নতুন মিটারের জন্য আবেদন করার পর আপনাকে একটি পিডিএফ ফাইল দিবে। এই ফাইল ওপেন করলে দেখতে পাবেন সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, ট্রাকিং ও পিন নাম্বার রয়েছে।

ধাপ-৪# ফর্মের যথাযথ স্থানে নম্বর দুটি বসিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। এই ওয়েব পেজ থেকে আপনার আবেদন কোন পর্যায়ে আছে তা জানতে পারবেন।

নতুন সংযোগ পেতে ১০ টি পর্যায় সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চতুর্থ ধাপ সম্পন্ন করার পর কোন তথ্য না দেখতে পেলে বুঝতে হবে ভুল ট্রাকিং নাম্বার বসানো হয়েছে। সঠিক নাম্বার বসানোর পরে যদি কোন তথ্য না পাওয়া যায় তাহলে বুঝে নিবেন আপনার এপ্লিকেশন গ্রহণ করা হয়নি।

নতুন সংযোগ পেতে দেরি হওয়ার কারণ

অনেক সময় মিটারের জন্য আবেদন করার বহুদিন পর অফিস থেকে কোন তথ্য আসে না। নতুন মিটার পেতে বেশী সময় লাগার বেশ কিছু কারণ রয়েছে।

এপ্লিকেশন করার সময় ভুল করা এবং আবেদন ফি পরিশোধ না করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে মিটার পেতে দেরি হয়। তাই অনলাইনে মিটার আবেদন চেক করে নিবেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটি গৃহীত না হয় অথবা কোন তথ্য ভুল হলে আবার নতুন করে আবেদন করতে হবে। বর্তমানে আবেদন ফি বাবদ ১১৫ টাকা পরিশোধ করতে হয়।

সবকিছু ঠিকঠাক থাকার পর যদি মিটার পেতে দেরি হয় তাহলে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে। সাথে আবেদন কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। অফিসের লোকজনকে বিষয়টি জানালে দ্রুত মিটার পেতে আপনাকে সাহায্য করবে।

আবেদন কপি হারিয়ে গেলে কি করা উচিৎ?

আপনার অ্যাপ্লিকেশন কপিটি যদি হারিয়ে যায় তাহলে পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। কপিটি ডাউনলোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
প্রথমে পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • প্রথমে পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • আবেদন নামের একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
  • এবার আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক দিলে ট্রাকিং নাম্বার ও পিন নাম্বার চাইবে।
  • এগুলো দেয়ার পর এপ্লিকেশন কপিটি দেখতে পাবেন।
  • একেবারে নিচের দিকে ডাউনলোড করুন অপশনে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হবে। প্রয়োজনে আবেদন কপি ফাইলটি প্রিন্ট করে নিতে পারেন।

শেষ কথা: আশা করি পল্লীবিদ্যুৎ মিটারের জন্য আবেদন করার পর অনলাইনে সর্বশেষ অবস্থা জানার উপায় সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *