ইনফিনিক্স হট 12 বাংলাদেশ প্রাইস (Infinix Hot 12 Price In Bangladesh)

    আশা করি সবাই ভাল আছেন। ইনফিনিক্স হট 12 বাংলাদেশ প্রাইস নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আপনি যদি ইনফিনিক্স হট 12 সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে ইনফিনিক্স হট 12 বাংলাদেশ প্রাইস ও এর  বিভিন্ন ফিচার সম্পর্কে।

    Infinix Hot 12 এর রেসিং ব্ল্যাক, লিজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু, লাকি গ্রিন এই চারটি কালার ভেরিয়েন্ট রয়েছে। ২৬ এপ্রিল ২০২২ তারিখে এই ফোনটিকে বাংলাদেশে লঞ্চ করা হয়। ফোনটির ওজন হল ১৯৫ গ্রাম। ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। সামনের অংশে গ্লাস, ফ্রেম এবং পিছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আসুন তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

    ইনফিনিক্স হট 12 বাংলাদেশ প্রাইস (Infinix Hot 12 Price In Bangladesh)

    ফোনটিতে ২জি, ৩জি, ৪ জি ও ওয়াইফাই ব্যবহারের সুবিধা রয়েছে। ফোনটিতে আরো থাকছে ডুয়াল ন্যানো সিম, এফ এম রেডিও, ব্লুটুথ ও জিপিএস ব্যবহারের সুবিধা।

    ইনফিনিক্স হট 12 এর ডিসপ্লে সাইজ ৬.৮২ ইঞ্চি, যা ৭২০x১৬১২ পিক্সেল আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে যার ঘনত্ব ২৫৯ পিপিআই। এটি একটি মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে যা ৯০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে।

    ইনফিনিক্স হট 12 এর মেইন ক্যামেরা হিসেবে পেছনে থাকছে ট্রিপল (১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল+QVGA) ক্যামেরা সেটআপ। ডিসপ্লে এর পাঞ্চ হোলের ভিতরে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। মেইন ও সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিং ক্ষমতা 1080p@30fps।


    ফোনটি এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। মিডিয়াটেক হ্যালিও জি ৮৫ চিপসেট (১২ ন্যানোমিটার), অক্টাকোর প্রসেসর পাবেন এই ফোনটিতে। প্রসেসর মোটামুটি ভালো, হাই গ্রাফিক্সের গেইম গুলো খেলতে পারবেন কোন ল্যাগ ছাড়াই। তবে দীর্ঘ সময় খেলার পর কিছুটা ল্যাগ করতে পারে। সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনটির সৌন্দর্য বাড়াতেও অনেকটা সাহায্য করেছে।

    ফোনটির ৪ জিবি ও ৬ জিবি এই দুটি র‌্যাম ভেরিয়েন্ট রয়েছে। উভয় ভেরিয়েন্টে ১২৮ জিবি রম বা ইন্টার্নাল স্টোরেজ পাবেন। তাছাড়া রয়েছে এক্সটার্নাল মেমোরি ব্যবহারের সুবিধা। এক্সটার্নাল মেমোরি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।

    ইনফিনিক্স হট 12 তে থাকছে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি। বক্সে পাবেন ১৮ ওয়াট ফাস্ট চার্জার। সাধারণত একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে কিন্তু হেভি ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম হবে।

    ইনফিনিক্স হট 12 এর স্পেসিফিকেশন

    • ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি
    • নেটওয়ার্ক: ২জি/৩জি/৪জি
    • মেইন ক্যামেরা: (১৩+২) মেগাপিক্স+QVGA ট্রিপল ক্যামেরা সেট আপ।
    • সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
    • ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প
    • অপারেটিং সিস্টেম: Android 12, XOS 10.6
    • চিপসেট: Mediatek Helio G85 ১২ ন্যানো মিটার
    • প্রসেসর: Octa-core
    • র‍্যাম: ৪/৬ জিবি 
    • স্টোরেজ: ১২৮ জিবি

    ইনফিনিক্স হট 12 এর মূল্য

    ৪/১২৮ জিবি ভেরিয়েন্ট এর মূল্য ১৪,৪৯৯ টাকা।
    ৬/১২৮ জিবি ভেরিয়েন্ট এর মূল্য ১৫,৬৯৯ টাকা।

    ইনফিনিক্স হট 12 এর ভালো দিক
    ৪জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা।
    ৫০০০ মিলিএম্প ব্যাটারি।
    বড় সাইজের আইপিএস এলসিডি ডিসপ্লে।
    Helio G85 chipset এর ভালো পারফর্মেন্স।

    ইনফিনিক্স হট 12 এর খারাপ দিক
    ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করা যায় না।

    ইনফিনিক্স হট 12 নিয়ে পরিশেষ

    আশা করি, ইনফিনিক্স হট 12 সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি।

    তবে লক্ষণীয় বিষয় এই যে, ইনফিনিক্স হট 12 এর মূল্য পরিবর্তিত হতে পারে। আমাদের সাইটে মূল্য আপডেট করতে বিলম্বিত হতে পারে। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট মূল্য জেনে নিতে পারেন। আর যেকোনো পণ্য কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন।
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url