ইনফিনিক্স হট 10 এস দাম বাংলাদেশে (আপডেট মূল্য) Infinix Hot 10 Price in Bangladesh.
ইনফিনিক্স হট 10 এস দাম বাংলাদেশে আর্টিকেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি ইনফিনিক্স হট 10 এস এর বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আশা করি এই পোস্টটি আপনার জন্য হেল্পফুল হবে। কেননা এই পোস্টটিতে ইনফিনিক্স হট 10 এস স্মার্টফোনটির দাম ও অন্যান্য বিষয় সমূহ বিস্তারিত তুলে ধরা হয়েছে।
তাহলে আসুন ইনফিনিক্স হট 10 এস স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স হট 10 এস ২০২১ সালের মে মাসে বাংলাদেশে লঞ্চ করা হয়। আপনি যদি ১৩ হাজার টাকা বাজেটের মধ্যে কোন স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। বাংলাদেশের বাজারে এই ফোনের ৪/১২৮ জিবি ও ৬/১২৮ জিবি এই দুটি ভেরিয়েন্ট পাবেন। ফোনটির যেকোন ভেরিয়েন্টে কিনলে ১২৮ জিবি রম পাবেন যা আমার কাছে ফোনটির একটি ভালো দিক বলে মনে হয়েছে।
ফোনটিতে ২জি, ৩জি, ৪ জি, ওয়াইফাই ও ওটিজি ব্যবহারের সুবিধা রয়েছে। ফোনটিতে আরো থাকছে ডুয়াল ন্যানো সিম, এফ এম রেডিও, ব্লুটুথ ও জিপিআরএস ব্যবহারের সুবিধা।
ইনফিনিক্স হট 10 এস এর ডিসপ্লে সাইজ ৬.৮২ ইঞ্চি। এইচডি প্লাস ৭২০x১৬৪০ পিক্সেল আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে যার ঘনত্ব ২৬৩ পিপিআই। এটি একটি মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে যা ৯০ এইচ জেড পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে। তবে ডিসপ্লে প্রোটেকশনের কোন ব্যবস্থা করা হয়নি।
ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। (৪৮+২) মেগাপিক্সেল + এআই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। মেইন ক্যামেরার সাথে রয়েছে এল ই ডি ফ্ল্যাশলাইট।
এই ফোনের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল যার সাথে যুক্ত করা হয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ফিচার। এই ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভ্যাল একটি ব্যাটারি। সাথে থাকবে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
আরো পড়ুন আইটেল ভিশন ১ প্লাস দাম কত?
ইনফিনিক্স হট 10 এস এর দুটি ভেরিয়েন্ট রয়েছে। ৪/১২৮ জিবি ও ৬/১২৮ জিবি ভেরিয়েন্ট এর ফোন দুটিতে মাইক্রো এস ডি ডেডিকেটেড স্লট রয়েছে।
ফোনটি এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। মিডিয়াটাক হ্যালিও জি ৮৫ চিপসেট (১২ ন্যানোমিটার), অক্টাকোর প্রসেসর পাবেন এই ফোনটিতে। সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ফোনটির পিছনে দেওয়া হয়েছে।
ইনফিনিক্স হট 10 এস এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি
- নেটওয়ার্ক: ২জি/৩জি/৪জি
- মেইন ক্যামেরা: (৪৮+২) মেগা পিক্সেল+ এআই ট্রিপল ক্যামেরা সেট আপ।
- সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৬০০০ মিলি অ্যাম্পিয়ার
- অপারেটিং সিস্টেম: Android 11 (XOS 7.6)
- চিপসেট: Mediatek Helio G85 ১২ ন্যানো মিটার
- প্রসেসর: 2.0 GHz অক্টাকোর
- র্যাম: ৪/৬ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
ইনফিনিক্স হট 10 এস এর মূল্য
৪/১২৮ জিবি এর অফিসিয়াল প্রাইস ১৩,৯৯০ টাকা।
৬/১২৮ জিবি এর অফিসিয়াল প্রাইস ১৪,৯৯০ টাকা।
ইনফিনিক্স হট 10 এস এর ভালো দিকগুলো
- ৬.৮২ ইঞ্চি বড় সাইজের এইচডি প্লাস ডিসপ্লে।
- ৪৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ৬০০০ মিলি অ্যাম্পিয়ার পাওয়ারফুল ব্যাটারি।
- Helio G85 chipset এর ভালো পারফর্মেন্স।
- ৪/৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম।
ইনফিনিক্স হট 10 এস এর খারাপ দিকগুলো
- কোন ডিসপ্লে প্রোটেকশন নাই।
- ইউএসবি টাইপ সি নাই।
ইনফিনিক্স হট 10 এস নিয়ে পরিশেষ
ইনফিনিক্স হট 10 এস মোবাইল ফোনটি সম্পর্কে আপনাদের জানাতে পারে আমরা খুবই আনন্দিত।
তবে লক্ষণীয় বিষয় এই যে ইনফিনিক্স হট 10 এস এর মূল্য পরিবর্তিত হতে পারে। আমাদের সাইটে মূল্য আপডেট করতে বিলম্বিত হতে পারে। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট মূল্য জেনে নিতে পারেন। আর যেকোনো পণ্য কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন।